Borne gondhe Chande gitite Lyrics (বর্ণে গন্ধে ছন্দে গীতিতে) By Rishi Panda
Borne gondhe Chande gitite Lyrics (বর্ণে গন্ধে ছন্দে গীতিতে) - is sung by Rishi Panda. Borne gondhe Chande gitite Bengali Song Lyrics. Music Composed by S. D. Burman. This song has lyrics by Mira Dev Burman. The song 'Borne gondhe Chande gitite' has been published on Rishi Panda Youtube channel. I hope so Would love to hear the song. If any of you
need Bengali lyrics, and Hindi lyrics you can easily get this website.
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানটি ঋষি পান্ডা এর গাওয়া। গানটির
সংগীতশাস্ত্র করেছেন বর্মন । গানটি কথা লিখেছেন মিরা দেব বর্মন। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে লিরিক্স।
Borne gondhe Chande gitite Lyrics (Song Information) :
Song : Borne gondhe Chande gitite Lyrics - বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
Singer : Rishi Panda
Song and Music : S. D. Burman
Lyrics : Mira Dev Burman
Label : Rishi Panda
Borne gondhe Chande gitite Lyrics (বর্ণে গন্ধে ছন্দে গীতিতে) By Rishi Panda
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে লিরিক্স :
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে,
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন, রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা।
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের,
বিন্দু তুমি শুধু তুমি।
প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রানের
লহগো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি।
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের,
বিন্দু তুমি শুধু তুমি।
চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ
নিশীথে চাহে আমাতে
যপ মোর নাম গাহ মোর গান
আমারই একতারাতে।
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের,
বিন্দু তুমি শুধু তুমি।।
Borne gondhe Chande gitite Lyrics :
Borne gandhe chande gitite
Hridoy diyecho dola
Rogete ragiya ranaile more
Eki tabo hori khala
Tumi je fagun rongeo agun
Tumi je rosero dhara
Tomar madhuri tomar modira
Kore mor disahara
Mukta jamon suktirao buke
Temni amate tumi
Amar porane premer
Bindu tumi sudhu tumi.
Borne gondhe Chande gitite Lyrics - বর্ণে গন্ধে ছন্দে গীতিতে - Tumi Shudhu Tumi - Rishi Panda.