Chaira Jodi Jabi Lyrics (ছাইড়া যদি যাবি) By Tariq Mridha
Chaira Jodi Jabi Lyrics (ছাইড়া যদি যাবি) - is sung by Tariq Mridha. Chaira Jodi Jabi Bengali Song Lyrics. Music Composed by Akash Mahmud. This song has lyrics by Jashim Uddin. The song 'Chaira Jodi Jabi' has been published on SMV Youtube channel. I hope so Would love to hear the song. If any of you
need Bengali lyrics, and Hindi lyrics you can easily get this website.
ছাইড়া যদি যাবি গানটি তারিক মৃধা এর গাওয়া। গানটির
সংগীতশাস্ত্র করেছেন আকাশ মাহমুদ । গানটি কথা লিখেছেন জসিম উদ্দিন। ছাইড়া যদি যাবি লিরিক্স।
Chaira Jodi Jabi Lyrics (Song Information) :
Song: Chaira Jodi Jabi - ছাইড়া যদি যাবি
Singer: Tariq Mridha
Lyris: Jashim Uddin
Tune & Music: Akash Mahmud
Mix Mastering: Ashique Mahmud
Label: SMV
Chaira Jodi Jabi Lyrics (ছাইড়া যদি যাবি) By Tariq Mridha
ছাইড়া যদি যাবি লিরিক্স :
ছাইড়া যদি যাইবি রে তুই,
এমনও করে
ছাইড়া যদি যাইবি রে তুই,
এমনও করে
কলঙ্ক মাখিলি কেন,
এ জীবন জুড়ে
ভালোবাইসা নাম ভাষায়লি,
প্রেমেরই জলে
ডুবাইলি ডুবাইলি বন্ধু,
চোখেরই জলে
প্রেমের মরা যাই না ডুবে,
লোকে যে বলে
ডুবাইলি ডুবাইলি আমার,
চোখেরই জলে
বন্ধু ডুবাইলি ডুবাইলি আমার,
চোখেরই জলে
প্রেমের দায়ে হইলাম দোষি,
তোরে ভালোবেসে
কি ব্যথা যে দিলি বন্ধু,
জ্বলছি বারো মাসে
তোরে খুইজা সোনার জীবন,
গেলো আমার চলে
শেষান্তরি করলি বন্ধু,
জানি না কোন ছলে
বন্ধু ডুবাইলি ডুবাইলি আমার,
চোখেরই জলে
আদর কইরা বন্ধু তোরে,
পুষলাম বুকের ঘরে
কোন মায়াতে ছারলি এ ঘর,
এত শূন্য করে
এখন দুঃখ পাইলে মুখ লুকাবো,
আমি কার আঁচলে
এই ভাবে কি এত ব্যথায়,
কারো জীবন চলে
বন্ধু ডুবাইলি ডুবাইলি আমার,
চোখেরই জলে।।
Chaira Jodi Jabi Lyrics By Tariq Mridha :
Chaira jodi jabi re tui
Emon kore
Kolanko makhili keno,
Ejibon jure
Bhalobasa naam bachili,
Premer jole
Dubaili dubaili bandhu,
Cokher jole
Premer mora jai na dube
Loke je bole
Dubaili dubaili amar,
Cokher jole
Bandhu dubaili dubaili amar,
Cokher jole
Chaira Jodi Jabi Lyrics - ছাইড়া যদি যাবি - Akash Mahmud - Tariq Mridha - Shakila Parvin - Bangla New Song.