Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে) Minar Rahman

 

Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে) Minar Rahman

Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে) Minar Rahman

Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে) - is sung by Minar Rahman. Miche Mayar Shohore Bangla Song. Music Composed by Sajid Sarker. This song has lyrics by Minar Rahman. The song 'Miche Mayar Shohore' has been published on Soundtek Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, and Hindi lyrics you can easily get this website.

Song Information :

Song: Miche Mayar Shohore - মিছে মায়ার শহরে 
Lyrics: Minar Rahman 
Tune: Minar Rahman
Composition: Minar Rahman
Vocal: Minar Rahman 
Music: Sajid Sarker
Cast: Rabby & Pakhi Moni 
Label: Soundtek

মিছে মায়ার শহরে লিরিক্স - মিনার রহমান :

খুব ভোরে তোমার ওই দুচোখে 
আমার দুটো চোখ রেখেছিলাম
রোদ মাখা বাতাসে সুবাসে 
তোমার হাতে হাত রেখেছিলাম
এই মিছে মায়ার শহরে
দুজনে কত পথ হেঁটেছিলাম, 
অজানায়..

আমি তোমাকে, আমারি সাথে 
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে...

ভুল যতো ছিল তোমার আমার 
সব আজ ভুলে চলোনা,
সেই সব অভিমান ভুলে 
মুছে যতো ঠুনকো ছলনা
এই মিছে মায়ার শহরে
আবার চলো করি নতুন ঠিকানা।

আমি তোমাকে, আমারি সাথে 
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে...

আজ ওই আকাশে 
দেখো তারার মেলা
মেঘে মেঘে স্মৃতির ভেলা,
দিন কেটে যায়, কত রাত চলে যায়
হৃদয়ে তোমার অপেক্ষা...

আমি তোমাকে, আমারি সাথে 
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে... (২ বার)

খুব ভোরে তোমার ওই দুচোখে 
আমার দুটো চোখ রেখেছিলাম।।


Miche Mayar Shohore Lyrics By Minar Rahman :

Khub bhore tomar oi duchokhe
Amar duto chokh rekhechilam
Rod makha batase subase
Tomar haate haat rekhechilam
Ei miche mayar shohore
Dujone koto poth hetechilam 
Ojanay
Ami tomake amari sathe
Niye harabo kothay palabo
Tumi amake tomari majhe
Joriye dhorona abar dakona kache
Bhul joto chilo tomar amar
Shob aaj bhule cholona
Sei shob obhiman bhule
Muche joto thunko cholona
Ei miche mayar sohore
Abar cholo kori notun thikana



Miche Mayar Shohore Lyrics - মিছে মায়ার শহরে - Minar Rahman - মিনার - Romantic Song - Soundtek


<<Get Lyrics More>>

মিছে মায়ার শহরে গানটি মিনার রহমান এর গাওয়া। গানটির সংগীতশাস্ত্র করেছেন সাজিদ সার্কের । গানটি কথা লিখেছেন মিনার রহমান। মিছে মায়ার শহরে লিরিক্স।

SHEMANTO SAHA

I am a web designer. I blogging regularly. I try to write this blog in my spare time. I would be grateful if you could master something from this blog of mine.
Lyrics Amarload I work for blogger practice and for the experience I work on this website Amarload Mobile otherwise my main website is amarload.comMoreover Job.amarload Here you will find weekly job news, job recruitment notifications.

*

Post a Comment (0)
Previous Post Next Post