Koto Bhalobasha Lyrics (কত ভালোবাসা) By Prottoy Khan & Shatu Haider
কত ভালোবাসা - Koto Bhalobasha Bangla Song. Koto Bhalobasha
Lyrics (কত ভালোবাসা)- is sung by Prottoy Khan & Shatu Haider. Music
Composed by Rezwan Sheikh. This song has lyrics by
Faisal Rabbikin. The song 'Koto Bhalobasha' has been published
on G Series Music Youtube channel. I hope so Would love to hear the song.
If any of you need Bengali lyrics, and Hindi lyrics
you can easily get this website.
Song Information :
Song :
Koto Bhalobasha
- কত ভালোবাসা
Singer :
Prottoy Khan
& Shatu Haider
Lyric : Faisal Rabbikin
Tune & Music : Rezwan Sheikh
Label : Agniveena
কত ভালোবাসা লিরিক্স | তুই ছাড়া বড় অচেনা লিরিক্স
কত ভালোবাসা, কত কাছে আশা
তবু তোর হতে পারিনি
কেন চলে গেলি ভেঙে ভরসা
হিসেব আজও মেলেনি
তুই ছাড়া বড় অচেনা,
লাগে পৃথিবী আমার
যত চাই ভুলতে তোকে
আমি ভাঙ্গি তত বার
আমি ভাঙ্গি তত বার
কত ভালোবাসা, কত কাছে আশা
তবু তোর হতে পারিনি
প্রিয়জন নাকি প্রয়োজন ছিলি,
বুঝতে পারিনি
তবে কি পূরবে হৃদয়,
ভালোবাসা এমনই (২ বার)
তুই ছাড়া বড় অচেনা,
লাগে পৃথিবী আমার
যত চাই ভুলতে তোকে
আমি ভাঙ্গি তত বার
আমি ভাঙ্গি তত বার
কত ভালোবাসা, কত কাছে আশা
তবু তোর হতে পারিনি
অন্তহীন এক ঝরে
এলোমেলো এ জীবন
থাকে না ছিরেই যাই,
চির জনমের বাঁধন (২ বার)
তুই ছাড়া বড় অচেনা,
লাগে পৃথিবী আমার
যত চাই ভুলতে তোকে
আমি ভাঙ্গি তত বার
আমি ভাঙ্গি তত বার
কত ভালোবাসা, কত কাছে আশা
তবু তোর হতে পারিনি।।
Koto Bhalobasha Lyrics in Bengali
Koto bhalobasha koto kache asa
Tabu tor hote parini
Kano cole gali bhege bharsa
Hiseb ajo meleni
Tumi chara boro acena
Lage prithibi amar
Joto cai bhulte toke
Ami bhangi tato bar
Koto Bhalobasha Lyrics | কত ভালোবাসা লিরিক্স | Prottoy Khan, Shatu Haider | Eid Song 2022 | Official Music Vdeo 2022